আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) কে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত ।

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর সিনিয়র জেলা জজ বিচারক মো: শহিদুল ইসলাম এ রায় ঘোষনা করেন ৷

শহিদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালের পাড়া এলাকার মৃত দস্তর মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫ টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো: আছাদুল্লাহ’র ৭ বছর বয়সী কন্যা শিশুকে জোর পুর্বক প্রতিবেশী মৃত দস্তর মন্ডলের ছেলে শহিদ মিয়া (৪৩) ধর্ষণ করে । পরের দিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করে । দীর্ঘ ৮ বছর আইনী লড়াই ও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন ।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর পিপি মো: রেজাউল আমীন (শামীম) জানান, ধর্ষণের দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ