পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে গৃহস্তের পাকা বাড়ির পিছনের স্টিলের দরজা কেটে সিটকানি খুলে ঘরে প্রবেশ করে আড়াই লক্ষ নগদ টাকা ও আড়াই ভরি পরিমান স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার আাঠারগাছিয়া গ্রামের মৃত আলতাফ হাওলাদারের ছেলে জাকির হাওলাদারের বসতঃঘরে এমন দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানায়ায়, প্রতিদিনের ন্যায় ঘর তালাবদ্ধ করে ব্যবসায়িক কাজে জাকির হাওলাদার আঠারগাছিয়া মাদ্রাসা সংলগ্ন এবং স্ত্রী লেবুখালী কৃষি গবেষনা কেন্দ্রের কর্মস্থলে চলে যায়। তাদের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত চোর চক্র ওই পাকাবাড়ির পিছনের স্টিলের দরজা কেটে সিটকানি খুলে ঘরে প্রবেশ করে আলমারির বিকল্প চাবি দিয়ে খুলে নগদ আড়াই লক্ষ টাকা ও আড়াই ভরি পরিমান স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। কর্মস্থল থেকে দুপুরে বাসায় ফিরে জাকির হাওলাদার হতবিহব্বল হয়ে পড়ে। তবে এমন দুধর্ষ চুরিতে কে বা কারা জড়িত সে বিষয়ে কিছুই বলতে পারছে না তারা।
এ বিষয়ে দুমকি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply