আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দুমকির চরগরবদি – বগা ফেরীতে মারধর মামলার আসামি গ্রেফতার

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বগা ফেরীতে ইজারাদারের স্টাফকে মারধর এবং ফেরির ক্যাশ টাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া মামলার প্রধান আসামি বরকত মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (৭ডিসেম্বর) গভীর রাতে বাউফল উপজেলার বগা ইউনিয়নের চাবুয়া গ্রামের বাড়ি থেকে আসামি বরকত মোল্লাকে গ্রেফতার করা হয়। এসআই শাহীদ‘র নেতৃত্বে দুমকি থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আসামি বরকতকে গ্রেফতার করে । আজ রবিবার সকালে ধৃত আসামিকে কোর্টে সোপর্দ করার কথা রয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, দায়েরকৃত মামলায় ধৃত আসামিকে কোর্টে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বগা ফেরী পারাপার কালে মোটর সাইকেলের টোল (ভাড়া) চাওয়ায় বাউফলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোতালেব হাওলাদারের ঘনিষ্ট সহযোগী আমির মোল্লার ছেলে বরকত মোল্লাসহ তার সহযোগী দুবৃত্তচক্র প্রকাশ্যে ফেরীর ইজারাদারের স্টাফ মো: জামাল হোসেনকে বেধরক মারধর করে টাকা মোবাইল নিয়ে দ্রুত সটকে পরে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় অভিযুক্ত বরকত ও তার সহযোগীদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে। (মামলা নং ০১, তাং ০৪/১২/২০২৪ইং)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ