নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য আমাদের দূর করতে হবে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন,শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য তৈরি হবে কেনো? আপনারা আপনাদের সন্তানদের শিক্ষা দিচ্ছেন,আপনাদের বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন, আপনাদের ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও যেমন শিক্ষা দিচ্ছে,আপনাদের কিন্ডারগার্টেন ও শিক্ষা দিচ্ছে।এতে বৈষম্য থাকবে কেনো! শিক্ষা প্রতিষ্ঠানের এই বৈষম্য আমাদের দূর করতে হবে।
৫ আগষ্টের পরে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলবে, হানাহানি বা প্রতিহিংসা নয়। আজ শনিবার (০২ নভেম্বর) বিকেলে মিরপুর সাড়ে এগার নম্বরস্থ রংধনু কনভেনশন সেন্টারে আয়োজিত
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পল্লবীবও রুপনগর থানার উদ্যোগে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বি কে এ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জয়নুল আবেদীন জয়। বি কে এ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামান সভাপতিত্ব করেন। বি কে এ’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অলিউল হাসানাত তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম উপস্থিত ছিলেন।
Leave a Reply