মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিন জেলার মত বিনিময় সভা আজ শনিবার বিকেলে নগরীর ধর্মসাগরের দক্ষিন পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিন জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সুযোগ্য আহবায়ক হাজী তাজুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন উপজেলা থেকে আগত শ্রমিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ও দক্ষিন জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আমীর হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আজিজুর রহমান চৌধুরী, এমরান মোহাম্মদ তানিম, মনছুর বাছির, সদস্য সচিব জালাল উদ্দিন, নির্বাহী সদস্য শাহ্ জাহান কবীর, শ্রমিক দল বুড়িচং শাখার সভাপতি ছানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা। বি-পাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউছার, সাধারণ সম্পাদক কবির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, করাত কল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শ্রমিক দলের আহবায়ক হাজী তাজুল ইসলাম ও সদস্য সচিব জালাল উদ্দিন বলেন আমরা আওয়ামী লীগের দুশাসন আমলে শ্রমিক দলের আহবায়ক কমিটি জমা দিয়েছি, তখন অনেক নেতাই চাকুরী রক্ষাসহ বিভিন্ন কারণে গা ঢাকা দিয়েছিলেন। আজ এজন্যই মতবিনিময় সভার আয়োজন করেছি, আমরা চাই বিএনপি মনা সকল শ্রমিক কর্মচারীসহ নেতৃবৃন্দকে নিয়ে শ্রমিক দলের পূর্নাঙ্গ কমিটির সবাইকে স্থান দিয়ে দলকে সুসংগঠিত করে জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও সদস্য সচিব জসিম উদ্দিনের হাতকে আরো শক্তিশালী করবো।
Leave a Reply