আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্টিবিউশন কোম্পানি লিঃ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সাবেক সদস্যদের বিধায় সংবর্ধনা

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : আজ বৃহস্পতিবার বাদ যোহর ইউনিয়ন কার্যালয়ে বিজি এস এল কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং বি ৯৮৯ এর সাবেক সভাপতি আবুল কাশেম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের বিদায় সংবর্ধনা স্বারক ও মরণোত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়। একইদিনে বর্তমান সভাপতি মোঃ আকতার হোসেনের শেষ কার্য দিবসে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে মাওলানা জাকির হোসেন সংগঠনের সকলের সুস্থতা কামনা করে দোয়া, কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন। সভায় যথাক্রমে সাবেক সাধারণ সম্পাদক মাজেদুর রহমান লিটন, কামরুল হাছান মজুমদার, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক ও ইনামুর রহমান এই ৫ জনকে মরণোত্তর স্বারক সম্মামনা প্রদান ও সাবেক সভাপতি আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর পাটোয়ারীসহ ২৫ জন নেতা ও কর্মীকে বিদায়ী স্বারক সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ