আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাচ্চু নগর পিকনিক স্পট খামারের মাছ লুট হামলা ও ভাংচুরে ঘটনায় থানায় অভিযোগ 

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা কামারভিটা গ্রামে বাচ্চুনগর পিকনিক স্পটে সন্ত্রাসী হামলায় ভাংচুরের ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা উল্লেখ করে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার ২০ (নভেম্বর) বাচ্চু মিয়া শিকদারের স্ত্রী মোছা. সালেহা খাতুন বাদী হয়ে ৪২জনকে বিবাদী করে এই অভিযোগ দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার ভোররাত অনুমান ৫টায় ইউনিয়নের নারায়নতলা কামারভিটায় বাচ্চুনগর পিকনিক স্পট, কফি হাউজ ভাংচুর করে এবং ফিসারী থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে নিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা।

ফিসারীতে মাছ শিকার করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

পিকনিক স্পট পার্কের ৭টি গোলঘর ভেঙ্গে ফেলে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি করে। বিভিন্ন প্রজাতির ফলের ও ফুলের গাছ নষ্ট করে আরও ৭ লাখ টাকার ক্ষতি করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা।

মোছা. সালেহা খাতুন জানান, নারায়নতলা মৌজার জেএল নং-খতিয়ান নং-৪৬৪, দাগ নং-১৩২,১৩৩,১৩৬,১৩৭, পরিমাণ ০৩.৫২৫০ একর আমন জমি। এসব জায়গা আমার স্বামী মো. বাচ্চু মিয়া শিকদারের নামীয় খরিদা সম্পত্তি। এই তপশীল ভূমিতে প্রচুর টাকা খরচ করিয়া পার্ক ও মাছের ফিসারী স্থাপন করেন। পূর্ব বিরোধের জের ধরে বিবাদী কামারভিটা গ্রামের বাসিন্দা তোতা মিয়ার নেতৃত্বে সকল বিবাদীগণ সন্ত্রাসী হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সুবিচার চাই।

মো. বাচ্চু মিয়া শিকদার বলেন, আমি এখন পরিবার সদস‍্যদের নিয়ে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাকে গ্রাম ছাড়া করতে উঠেপড়ে লেগেছে ওই সন্ত্রাসী চক্র। আমি আইনগতভাবে নিরাপত্তা চাই।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক বলেন, হামলায় ভাংচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব‍্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ