আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোক্তার নাগালের বাইরে নিত্যপণ্যের দাম

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : একে পর এক বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে এসব পণ্যের দাম।

সরকার ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা দরে নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি হালি।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে কিুমিল্লা নগররি চকবাজার, রাজগঞ্জ, নিউ মাকেট, রানীর বাজার ,বাদশা মিয়ার বাজার, চাঁন্দপুর বউ বাজার কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

বাজারে প্রতি কেজি সোনালী মুরগি ২৭৫ টাকা, ব্রয়লার ১৭৫ থেকে ১৮০ টাকা, দেশি মুরগি ৫৪০ টাকা, দেশি হাঁস ৬৭৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। এছাড়াও প্রতি কেজি বেগুন ১০০ টাকা, সিম ২০০ টাকা, শসা ৬০-৮০ টাকা, করলা ১০০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা ও কাঁকরোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে লাউ প্রতি পিস ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৮০ টাকা ও মাঝারি সাইজের লেবুর হালি ৫০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ ১১৫ থেকে ১২৫ টাকা, আলু ৬০ টাকা, আদা ৩০০ টাকা ও রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নিমশার কাঁচা বাজারে সৈয়দ পুর এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম এসেছেন ডিম কিনতে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের এমন উর্ধ্বমুখীতায় আমরা খুবই হতাশ। সিন্ডিকেটের অবসান হলেও জিনিসপত্রের দাম কমছে না।

তিনি বলেন, সরকার তো পরিবর্তন হলো কিন্তু এর কোনো প্রভাব এখানে দেখতে পাচ্ছি না। আগে যা ছিল, এখনো তা-ই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ