স্টাফ রিপোর্টার: স্বৈরাচারী হাসিনা সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের রাষ্ট্রদোহী মামলায় দীর্ঘ ছয় বছর পর খালাস পেলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের কর্মী মোঃ মিরাজ হোসেন ও সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সম্পাদক ও অগ্রগামী ফাউন্ডেশনের পরিচালক গোলাম ফারুক মজনু।
আজ থেকে ছয় বছর আগে ২০১৮ সালের নভেম্বরে সাইদ নাসিরুল্লাহ অভি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন (বিপিএম-৮৯১৪১৪৪২৫১)সিটিটিসি এর নেতৃত্বে, ডিবির একটি দল মোঃ মিরাজ হোসেন কে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তুলে নিয়ে যায় এবং এসএসপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে গোলাম ফারুক মজনু কে তুলে নিয়ে যায়। দীর্ঘ ১২ দিন আয়না ঘরের মতো সিটিটিসির টর্চার সেলে রেখে অমানবিক নির্যাতনের পরে কোর্টে মামলা দিয়ে জেলে হাজতে প্রেরণ করে। যাহার মামলা নং ছিলো কলাবাগান থানা ২(১২)১৮ ও সাইবার ট্রাইবুনাল ১৪৫/২০২০ । ৭ মাস ১৬ দিন কারা বরণের পরে জমিনে মুক্তি পেয়েছিল এই মামলায়।
মঙ্গলবার মহামান্য আদালত সকল সাক্ষী প্রমান ও অমানবিক নির্যাতনের কথা শুনে বেকচুর খালাস প্রদান করেন। আসামী দ্বয়ের পক্ষে আইনজীবী হিসেবে কোর্টে লড়েছেন এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন।
Leave a Reply