আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সলঙ্গায় হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক গভীর নলকুপ ও আর্থিক সহায়তা প্রদান 

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় “হাউস অব মান্নান চেরিটেবল ট্রাস্ট” এর উদ্দ্যোগে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়েছে। সলঙ্গা অঞ্চলে গত কয়েক দিন ধরে এসব বিতরণ করতে দেখা গেছে।

সংস্থাটির বহুমুখী সেবা কার্যক্রম  মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিয়ে দিন দিন তার কর্মক্ষেত্রের পরিধি বাড়িয়ে ফেলেছে।

হতদরিদ্র,পঙ্গু, গৃহহীন, এতিম, অসহায়, বাস্তুহারা,বিধবা সহ সাধারণ মানুষের সেবা করার কারনে এর সুনাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পরেছে।

বেশ কয়েক বছর ধরে সিরাজগঞ্জের সলঙ্গা সহ সারা দেশে ” প্রচেষ্টা সবার জন্য ” নামক মানবিক সংস্থার মাধ্যমে মান্নান চ্যারিটেবল ট্রাস্ট তাদের অর্থ বরাদ্দ দিয়ে মানব সেবায় অনন্য অবদান রেখেছে। সলঙ্গা অঞ্চলে এ কাজে সহযোগিতা করেছেন নইপাড়া গ্রামের ডাঃ রাজু আহমেদ রুবেল।

সরকারিভাবে যারা অর্থ বরাদ্দ  পাওয়ার কথা কিন্তু তা পাচ্ছে না এ সংস্থাটি ঐসব এতিম, অসহায়, হত দরিদ্র, বাস্তহারা, বিধবা, অভিভাবকহীন এবং বিপদগ্রস্থ জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে সাহায্য সহযোগিতা করে আসছে।

চলমান এ সেবার  অংশ হিসেবে গত কয়েক দিনে সলঙ্গার নইপাড়া গ্রামে বেশ কয়েকটি অসহায় পরিবারের মাঝে গভীর নলকূপ স্থাপন, আমশড়া গ্রামের দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ,আগরপুর গ্রামে দূর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী সেরাজুল ইসলাম রাঙ্গাকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা দান করেছে।

দেশে এ রকম সরকারি বেসরকারি  মানবিক সংস্থা আরো বেশি বেশি গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা করেছেন সলঙ্গা অঞ্চলের সাধারন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ