মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : স-মিল মালিক সিন্ডিকেটের কাঠ চিরানো বাবদ অনৈতিক ও অন্যায্য মূল্য নির্ধারণের বিরুদ্ধে ফার্নিছার ব্যবসায়ি, নৌকা ব্যবসায়ি, কাঠ ব্যবসায়ি এবং কাঠ ব্যবসার সাথে জড়িত শ্রমিকদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ফার্নিচার,নৌকা ও কাঠ ব্যবসায়ীদের আয়োজনে আলফাত স্কায়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মো ইসহাক মিয়া, ব্যবসায়ি আসকর আলী, আবুল কামাল, আব্দুস সাত্তার, আব্দুল আলীম, জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলনের নেতা ছদরুল মিয়া, কালাম মিয়া, নবীর হোসেন, আলতাফ হোসেন, ফজলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, স-মিলে বিভিন্ন ধরনের কাঠ সুয়িং করলে মালিকেরা তাঁদের ইচ্ছে মত মনগরা ভাবে মূল্য তালিকা ঝুলিয়ে অনৈতিক ও অন্যায্য ভাবে নৌকা,কাঠুরি ও ফার্নিচার ব্যবসায়িদের কাছ থেকে অধিক পরিমাণে টাকা আদায় করছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যেন প্রশাসন কর্তৃক সুয়িং মূল্য নির্ধারণ করা হয়।
Leave a Reply