২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫০| বর্ষাকাল|
শিরোনাম:
মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ অর্জন টাঙ্গাইলের ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেলেন জিপিএ ৫ ছাতকে এসএসসিতে পাশের হার ৬৭.৮০ শতাংশ,জিপিএ-৫ এর শীর্ষে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় দিরাইয়ে পুকুরে ভাসতে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার রেজাউল ও রুবেল গং মিলে জোরপূর্বক দীর্ঘদিন ধরে আমার ভিটা দখলের পায়তারা করছে : শিক্ষক কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০, কমেছে পাশের হার ও জিপিএ ৫ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত দখলদারদের উচ্ছেদের নোটিশ দেয়ায় ভূমি কর্মকর্তাসহ তিনজনের উপর হামলা ত্রিপুরায় ভারী বর্ষণে গোমতী নদীর পানি বাড়ছে, তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক

সেনাবাহিনীর নজরদারির পরও মোকাম ভাংচুর দানবাক্সের টাকা ছিনতাই থানায় অভিযোগ 

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪,
  • 169 বার এই সংবাদটি পড়া হয়েছে

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সেনাবাহিনীর ব্যাপক তৎপরতার পরও প্রাচীনতম শহর কুতুব হযরত ডংকাশাহ (রঃ) মোকাম ভাংচুর সহ দান বাক্স ভেঙ্গে টাকা ছিনতাই করেছে দূবৃর্ত্তরা।

ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় শহর কুতুব হযরত ডংকাশাহ (রঃ) মোকামের খাদেম শাহ আছদ আলী ৩ জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শহর কুতুব হযরত ডংকাশাহ (রঃ) মোকাম পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত কর্মচারী মো আলী হোসেন জানান, শহর কুতুব হযরত ডংকাশাহ (রঃ) প্রাচীনতম মোকাম। ১৯৬৪ ইং হতে বর্তমানকাল পর্যন্ত মোকামের কার্যক্রম চলমান রয়েছে। দেশ বিদেশের বিভিন্ন ভক্তবৃন্দরা মোকামে এসে তাদের মনের ভাসনা পূর্ণ করে তবারক বিতরণ সহ মোকাম উন্নয়নের জন্য দান বাক্সে টাকা পয়সা দিয়ে যান। সাবেক সাংসদ ড. মোহাম্মদ সাদিক ও সাবেক মেয়র নাদের বকত এর তত্ত্বাবধানে সরকারি বরাদ্দ দ্বারা মোকামের উন্নয়নের সময়কালে পার্শ্ববতী মাবিয়া আকবর শ্যামল,মাওলানা জিয়াউল হক,হাফিজ সাদিকুর রহমান গংরা গত ১৭/৬/১৬ ইং মোকাম ভাংচুর করে উন্নয়নে বাঁধা সৃষ্টি করে। পরে তাদের বিরুদ্ধে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সদর জোনে মামলা দায়ের করেছি। জি আর মামলা নং ২৫৪-২০১৬। এবারও মাবিয়া আকবর শ্যামল এর নেতৃত্বে মোকাম ভাংচুর করে মোকামের পবিত্রতা নষ্ট করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের জোর দাবি জানাই।

মোকামের কাদেম শাহ আছদ আলী চিশতি জানান, মোকামে ভক্তবৃন্দরা তাদের মনের ভাসনা পূর্ণ করার জন্য দর্শন করলে উগ্রপন্থী মাবিয়া আকবর শ্যামল গংরা দর্শণাতিদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অহেতুক ক্ষেপিয়ে তুলে। শ্যামল নিজে আমাকে অনেক বার হুমকি দিয়েছে মোকামে না আসার জন্য। শুক্রবার সকালে দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে তার নেতৃত্ব মোকাম ভাংচুর করেছে।

মোকাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবি সহকারী হুমায়ুন কবির জানান, শহর কুতুব হযরত ডংকাশাহ রঃ প্রায় ২৫০-৩০০শত বছর পূর্বে আগমন করেছেন। দেশ বিদেশে অবস্থানরত অসংখ্য ভক্তবৃন্দরা মোকামে এসে তাদের মনের ভাসনা পূর্ণ করে। কিন্তু উগ্রবাদী মাবিয়া আকবর শ্যামল,মাওলানা জিয়াউল হক,হাফিজ সাদিকুর রহমান গংরা মোকামের আশপাশে সার্বক্ষণিক ঘুরাফেরা করে দর্শণাতিরা কখন মোকামে প্রবেশ করবে। প্রবেশ করা মাত্রই তাদেরকে ভুল বুঝিয়ে মোকামে না আসার জন্য নিষেধ করেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় অনেক বার চেষ্টা করেছে মোকাম উচ্ছেদ করার জন্য কিন্তু পারেননি।

সুনামগঞ্জের বিশিষ্ট ফুটবলার বাবলু মিয়া জানান, বর্তমান সরকার মোকাম এবং মাজার ভাংচুরে কঠোর অবস্থানে রয়েছে। মোকাম ভাংচুরকারীদের আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদানের দাবী জানাই।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ বলেন, মোকাম ভাংচুরের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরে পুলিশের একটি টিম দিনব্যাপী মোকাম পাহাড়া দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ