রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে বক্তারা বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা, আইন লঙ্ঘনকারীকে বিচারের আওতায় আনা, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষা করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। এ দেশে দুর্নীতি, চাদাবাজি ও সন্ত্রাস মুক্ত একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আইন শৃঙ্খলা সার্বিক নিরাপত্তাসহ মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধীদের গ্রেফতার, মানুষকে হয়রানি করা থেকে আইন শৃংখলা বাহিনীকে অগ্রনী ভূমিকা পালন করার জন্য আহ্বান করা হয়। এ সময় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সিধুলী ইউনিয়নের পরিষদের প্রশাসক কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কড়ইচড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলী, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি খাদেমুল ইসলাম প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।