আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজে ঈদ এ মিলাদুন নবী পালিত

মোঃ আল-আমিন বিশ্বাস, চরফ্যাশন, (ভোলা) প্রতিনিধি : দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজে আজ বৃহস্পতিবার ঈদ এ মিলাদুন নবী পালন করা হয়। ঈদ এ মিলাদুন নবী পালন উপলক্ষে হামদ, নাত ও ইসলামী সংগীতের আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদ্ভোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ এ কে এম শাহে আলম।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন ও প্রভাষক মোঃ আল-আমিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নেছার উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম তালুকদারসহ অন্যান্য সহকারী অধ্যাপক ও প্রভাষক বৃন্দ।

কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।তারপর হামদ, নাত ও ইসলামী সংগীতের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তিন পর্বের প্রতিযোগিতায় বিজয়ী মোট নয়জনকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়।

অধ্যক্ষ মহোদয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এবং মহানবী হযরত মোহাম্মদ (স) এর জীবনের উপর ও ইসলামী জীবন বিধানের উপর মহামূল্যবান আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ