আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : তরুণ আলেম প্রজন্ম-২৪ এর আয়োজনে “জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের
অবদান ও প্র্ত্যাশা” শীর্ষক সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ আলেম প্রজন্ম-২৪ এর পরিষদ সদস ̈ এহসানুল হকের সভাপতিত্বে এতে আলোচনা করেন রাজধানীর মিরপুর ‘মাদরাসা দারুর রাশাদ’ এর প্রিন্সিপাল মাওলানা সালমান, আলেম, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সদস ̈সচিব আখতার হোসেন ও বৈষম ̈বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম।
সংগঠনের পরিষদ সদস ̈ হুজাইফা ইবনে ওমর ও সানাউল্লাহ খান এর যৌথ সঞ্চালনায় এবং অপর সদস ̈ এখলাছুর রহমান রিয়াদের স্বাগত রাখেন।আলোচনা সভায় বক্তরা বলেন, চলতি বছরের জুলাই-আগষ্টে সংগঠিত ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলনে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অবদান এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। এই আলোচনা সভার মধ ̈ দিয়েই ‘তরুণ আলেম প্রজন্ম-২৪’ নামে তরুণ আলেমদের এই প্লাটফর্ম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

আলোচনা সভায় তরুণ আলেম প্রজন্ম-২৪ এর আত্মপ্রকাশের উদ্দেশ ̈ ও পরিচিতি তুলে ধরেন সংগঠনের পরিষদ সদস ̈ আশরাফ মাহদী। এ সময় তরুণ আলেম প্রজন্ম-২৪ এর ছেচল্লিশ সদস ̈ বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
এছাড়াও আলোচনা সভায় জুলাই বিপ্লবে শহীদ হওয়া আলেম-শিক্ষার্থীদের একটি প্রাথমিক তালিকাও প্রকাশ করা হয়।
তালিকাটি তুলে ধরেন সংগঠনের আরেক পরিষদ সদস ̈ বিলাল আহমদ চৌধুরী ।
শহীদের তালিকা প্রকাশকালে বিলাল আহমদ চৌধুরী বলেন, এটি আমাদের শহীদদের প্রাথমিক তালিকা হিসেবে প্রকাশিত হলো। প্রকাশিত তালিকায় কারো কাছে কোনো অসগতি দৃষ্টিগোচর হলে তা প্রদত্ত নাম্বারে জানানোর জন ̈ অনুরোধ করা হলো। তিনি বলেন পরবর্তীতে প্রাপ্ত তথ ̈মতে সংযোজন-বিয়োজন শেষে আরেকটি প্রোগ্রামের মাধ ̈মে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ