শিরোনাম :
শাবরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস পার্টি অনুষ্ঠি বগুড়ায় সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পঞ্চগড়ের বোদায় তিন শতাধিক মা’দের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লাকসাম-মনোহরগঞ্জে চাঁদাবাজদের ঠাঁই হবে না : আবুল কালাম  রূপসায় ৭২ ঘন্টা পর ট্রলার দূর্ঘটনায় নিহত মিঠুর মরদেহ উদ্ধার  মাদারগঞ্জে সমবায় সমিতির প্রতারণায় ক্ষুব্ধ গ্রাহকদের অবস্থান, উপজেলা পরিষদে অফিস বন্ধ বোদায় জমি সহ বাড়ি পেলেন জাতীয় মহিলা ফুটবল দলের গোল মেশিন খ্যাত তৃষ্ণা  সুলতানপুর-৬০ বিজিবি ৪ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করে কুমিল্লা–৬ এ টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান ভূজপুরে রাজনৈতিক মামলায় নিরীহ মানুষ গ্রেপ্তার : এসআই খালেদের অপসারণ দাবিতে থানা ঘেরাও ঘোষণা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

এবার ভারতের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস ট্রফি

Reporter Name / ১২২৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

গেল শনিবার রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা জেতে ভারত। তবে এখনো ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হারিকেন বেরিলের কারণে বিমান চলাচল বন্ধ করে দেওয়ায় বিলম্ব হচ্ছে তাদের দেশে ফেরা। গতকাল তাদের দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও দেশটির বিভিন্ন গণমাধ্যমের মতে এই বিপর্যয়ের আরও ৩৬ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করা লাগতে পারে তাদের। 

তবে দল দেশে ফেরার আগেই তাদের জন্য বড় পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। শিরোপা জিতেই আনন্দে গা না ভাসিয়ে নিজেদের পরবর্তী লক্ষ্য নিয়ে ভাবছে রোহিত-বিরাটদের কর্তারা। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আগামী বছর নিয়ে। কেননা, ২০২৫ সালে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও চ্যাম্পিয়নস ট্রফি। আর এ দুই আসরের শিরোপাতেই নজর ভারতের। কেননা, এ দুই টুর্নামেন্টেরই সবশেষ আসরের ফাইনাল খেললেও ট্রফি নিজেদের করে নিতে পারেননি রোহিতরা।

আগামী বছরের জুনে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এছাড়া একই বছরের অক্টোবর মাসে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন ট্রফি। আর দুই শিরোপাই নিজেদের কেবিনেটে তুলতে চায় ভারত। সম্প্রতি নিজেদের পরবর্তী লক্ষ্য নিয়ে এমনটি জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি বলেন, ‘আমি চাই ভারত সব শিরোপা জিতুক। আমাদের সবচেয়ে বড় বেঞ্চ স্ট্রেংথ আছে, এই দল (বিশ্বকাপ জেতা দল) থেকে মাত্র তিন জন খেলোয়াড় আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে।  প্রয়োজনে আমরা তিনটি দল নামাতে পারি। এই দল যেভাবে এগোচ্ছে, আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়নস ট্রফি জেতা। সেখানেও একই ধরনের দল খেলবে। সিনিয়ররা (রোহিত শর্মা-বিরাট কোহলি) সেখানে থাকবেন।’

এর আগে গেল বছরের জুলাইয়ে লন্ডনের ওভালে অনুষ্ঠিত হওয়া ২০২১-২০২৩ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে ভারত। তবে ঐ ম্যাচে অজিদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। হারে ২০৯ রানের বিপক্ষে। এছাড়া চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও খেলে ভারত। ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া ঐ আসরে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানের ব্যবধানে হারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক