শিরোনাম :
বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষ ১ জন, নিহত  আহত ৪ নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে : আসিফ মাহমুদ কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সদর সুন্দরপুর ইউনিয়নে জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ নয়াপাড়া স্কুল মাঠে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত ৩০ জানুয়ারি কুমিল্লায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগমনের উপলক্ষে সংবাদ সম্মেলনে শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করেছে : তন্বী পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ  পর্যটন ও সীমান্ত বাণিজ্যের কেন্দ্রবিন্দু হবে শাহপরীর দ্বীপ : আনোয়ারী কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নতুন সীমানা প্রাচীর নির্মাণ বন্ধের দাবি  
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকার, দেশের সুরক্ষায় কাস্টমস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি সকালে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়ে পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস, রপ্তানি, বন্ড ও আইটি) ফারজানা আফরোজ। প্রধান অতিথির বক্তব্যে ফারজানা আফরোজ বলেন, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাস্টমস প্রশাসনের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন সম্ভব। কিন্তু, আমাদের রাজস্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রথমটি হলো সময় অব্যবস্থাপনা। এই সমস্যা ধীরে ধীরে সেগুলো আমরা কাটিয়ে উঠবো৷ এছাড়া, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপস্থিত স্টেক হোল্ডারদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা জেনেছি। পণ্য ব্যবস্থাপনায় ভারতের সাথে আমদানী-রপ্তানীর ক্ষেত্রে আমাদের কিছুটা ভারসাম্যও বজায় রাখতে হয়, তাই অনেকসময় পণ্য ব্যবস্থাপনায় কিছুটা অসামঞ্জস্য হয়। তবে এনবিআর সবসময় আপনাদের পাশেই আছে।

এ সময়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোঃ আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার মোঃ আবদুস সোবহান, কর অঞ্চল-নোয়াখালীর কর কমিশনার শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান। এসময়, বক্তব্যে বক্তারা বলেন, ১৮৬টি দেশে এই দিবসটি পালিত করা হয়ে থাকে৷ কাস্টমসের গৌরবময় ভূমিকা অব্যহত থাকবে সবসময় এ দেশের কল্যাণে। দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে কাস্টমস বিভাগ দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম। পরে, অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস।

এ সময় তিনি প্রবন্ধ থেকে কাস্টমের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের কথা তুলে ধরেন।

এ সময়, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্ল্যানিং) মোঃ কবির খান, কুমিল্লা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. জামাল আহমেদ, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি হাসিবুল ইসলাম।

আলোচনা সভায় কমিশনারেটের সকল বিভাগ ও সার্কেলের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি, আমদানি/রপ্তানিকাররা, সেএন্ডএফ এজেন্ট প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক