কুমিল্লা প্রতিনিধি : ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকার, দেশের সুরক্ষায় কাস্টমস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি সকালে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়ে পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস, রপ্তানি, বন্ড ও আইটি) ফারজানা আফরোজ। প্রধান অতিথির বক্তব্যে ফারজানা আফরোজ বলেন, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাস্টমস প্রশাসনের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন সম্ভব। কিন্তু, আমাদের রাজস্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রথমটি হলো সময় অব্যবস্থাপনা। এই সমস্যা ধীরে ধীরে সেগুলো আমরা কাটিয়ে উঠবো৷ এছাড়া, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপস্থিত স্টেক হোল্ডারদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা জেনেছি। পণ্য ব্যবস্থাপনায় ভারতের সাথে আমদানী-রপ্তানীর ক্ষেত্রে আমাদের কিছুটা ভারসাম্যও বজায় রাখতে হয়, তাই অনেকসময় পণ্য ব্যবস্থাপনায় কিছুটা অসামঞ্জস্য হয়। তবে এনবিআর সবসময় আপনাদের পাশেই আছে।
এ সময়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোঃ আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার মোঃ আবদুস সোবহান, কর অঞ্চল-নোয়াখালীর কর কমিশনার শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান। এসময়, বক্তব্যে বক্তারা বলেন, ১৮৬টি দেশে এই দিবসটি পালিত করা হয়ে থাকে৷ কাস্টমসের গৌরবময় ভূমিকা অব্যহত থাকবে সবসময় এ দেশের কল্যাণে। দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে কাস্টমস বিভাগ দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম। পরে, অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস।
এ সময় তিনি প্রবন্ধ থেকে কাস্টমের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের কথা তুলে ধরেন।
এ সময়, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্ল্যানিং) মোঃ কবির খান, কুমিল্লা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. জামাল আহমেদ, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি হাসিবুল ইসলাম।
আলোচনা সভায় কমিশনারেটের সকল বিভাগ ও সার্কেলের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি, আমদানি/রপ্তানিকাররা, সেএন্ডএফ এজেন্ট প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।