মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নবাবগঞ্জ মঞ্চে গণভোটের প্রচার-প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত ইমাম সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সঞ্চালক করেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম। শুরুতে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুখতার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, ইসলামি বিশ্বকোষের পরিচালক মোঃ জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন, সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে বক্তারা গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণভোটে হ্যাঁ ভোট প্রদান করলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে। ইমাম ও ওলামায়ে কেরামদের মাধ্যমে সাধারণ ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। সেই প্রভাবকে কাজে লাগিয়ে গণভোটের পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ইমাম ও ওলামারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।