আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা দাবি করবো অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমানোর দিকে নজর দিন : জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি এই সরকারকে বলতে চাই, আপনারা কোন দলের প্রতিনিধিত্ব করেন না। আপনার হলেন আন্দোলনের ফসল। আপনাদের দায়িত্ব হলো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। আপনারা সংস্কারের কথা বলেন, আমরা রাজি আছি। সংস্কার করতে গিয়ে যদি বছরের পর বছর এদেশের জনগণ গ্রহন করবে না।
শনিবার সকাল ৯টায় কুমিল্লার নাঙ্গলকোট এ.আর হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথী হিসাবে বক্তব্যে এসব কথা বলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি আরো বলেন, আপনাদের প্রতি মানুষের হতাশা বাড়ছে। মানুষ যা আশা করেছিলো তা আপনারা করতে পারছেন না। আপনাদের খুব ধীর- স্থির, সিদ্ধান্তহীনতা এই জাতিকে আবার কঠিন সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। আমরা দাবি করবো অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমানোর দিকে নজর দিন।
নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা আমীর মুহাম্মদ খন্দকার ইসহাক, বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত, জামায়াত নেতা ড.দেলোয়ার হোসেন, দক্ষিণ জেলা সেক্রেটারী ডক্টর সৈয়দ এ.কেএম সওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলার কর্মপরিষদের সদস্য এডভোকেট সালেহ উদ্দিন,নাঙ্গলকোট পৌরভা আমীর মাওলানা এসএম মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি কাজী নজির আহম্মেদ, দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম জামায়াত নেতা জয়নাল আবেদীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ