মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চকুশী ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের স্কুল মাঠের পাশ থেকে মোঃ ইদ্রিস মোল্লা (৫৬) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (৩১ আগষ্ট) পঞ্চকুশী ইউনিয়নের বনবাড়িয়া গ্রামে স্কুল মাঠের পাশে ১টি লাশ ভাসমান দেখে এলাকায় জনগন। এব্যাপারে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তি হলেন,কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের মোল্লা বাড়ীর মোঃ ইদ্রিস মোল্লা।
উল্লাপাড়া মডেল থানার (এস আই) ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply