আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ে রৌদ্রছায়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ অভিযান

বিশেষ প্রতিনিধি : একটি হলেও বৃক্ষরোপণ করবো মোরা জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে প্রাণে…এই স্লোগানকে সামনে রেখে রৌদ্রছায়া ফাউন্ডেশনের মাসব্যাপী শিক্ষাঙ্গনে বৃক্ষরোপণ অভিযানে শুক্রবার (৪ অক্টোবর) সকাল দশটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দুইশত কৃষ্ণচূড়া ও নিম গাছ রোপন করে।

সংগঠনটির নির্বাহী পরিচালক – মীর মো. কবির হোসেনর বলেন বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ, বন উজার, বৈশিক উষ্ণতা, আমাদের এক ক্রন্তিকালে দাঁড় করিয়েছে । এই সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে প্রকৃতির দিকে ফিরে তাকাতে হবে এবং প্রকৃতির সাথে সংগতি রক্ষা করতে হবে। বৃক্ষরোপণ হল সেই পথ যা আমাদের পরিবেশকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করবে।”

সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক – মদিনা মনোয়ারা বলেন “বর্তমানে প্রকৃতি আমাদের উপর যে নিষ্ঠুরতা দেখাচ্ছে তার জন্য মূলত আমরাই দায়ী এবং আমরাই পারি পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতির প্রতি দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেয়া”।

রৌদ্রছায়া ফাউন্ডেশনে মেম্বার – সাবরীনা বলেন আমাদের প্রতিজ্ঞা হোক আমরা প্রতিটি বৃক্ষরোপনের মাধ্যমে আমাদের পৃথিবীকে আরো সবুজ এবং সুস্থ করে তুলব বৃক্ষ রোপণ একটি ছোট পদক্ষেপ হতে পারে কিন্তু এর প্রভাব বিশাল ও দীর্ঘস্থায়ী।”

বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শারমিন,শাহিন হাওলাদার, বেগ মাহফুজুল রহমান বাদল,রুকসানা রুবী,নাসরিন,মোবাস্বের ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ