মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর) সংবাদদাতা : দীর্ঘ ১৬ বছর পর সোমবার রাতে দশটার দিকে রংপুর মহানগরীর আমীর এটিএম আজম খান রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাখা অফিসের উদ্বোধন করলেন।
উপজেলা আমীর মাওলানা মোস্তাক আহমদ বলেন, এর আগে আরোও পাঁচটি অফিসের উদ্বাধন করা হয়েছে সেগুলো হলো, পীরগাছা সদর, পারুল, ইটাকুমারী, ছাওলা,কান্দি এবং কৈকুড়ী বাকি তাম্বুলপুর এবং কল্যাণী ইউনিয়ন অফিসের উদ্বোধন যে কোন দিন করা হবে।
অন্নদানগর ইউনিয়ন অফিসের উদ্বোধন করার আগে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। স্থানীয় আমীর আব্দুর রহমানের সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির রংপুর মহানগরীর আমীর মাওলানা এটিএম আজম খান, বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন পীরগাছা উপজেলা আমীর মাওলানা মোস্তাক আহমদ, সাবেক উপজেলা আমীর আব্দুর রহিম , মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর উত্তর সভাপতি মো: ইয়াছিন প্রমুখ।
সোমবার রাত দশটার দিকে অন্নদানগর ইউনিয়ন অফিসের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন রংপুর মহানগরীর আমীর মাওলানা এটিএম আজম খান। এসময় শত শত নেতাকর্মী আনন্দের সাথে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করতে দেখা গেছে।
Leave a Reply