আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিতঃ আলোচনা সভা, শোভাযাত্রা এবং গুণী শিক্ষক সংবর্ধনা

মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস’ ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা এবং গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত- এ -খুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার “প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক দিলীপ দাস। উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লীবেড়া ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ইউসুফ মৃধা, ভাঙ্গা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, ভাঙ্গা সরকারি কেএম কলেজের অধ্যাপক মোঃ সরোয়ার হোসেন, দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মোহাম্মদ ইকরাম আলী, ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন রহমান সুইট। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলার ৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয়। গুণী শিক্ষকরা হলেন- সরকারি কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, কালামৃধা, গোবিন্দ হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, মালিগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ, হামিরদি পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, তাড়াইল এ এস আলিম মাদ্রাসার সাবেক সহকারি সুপার মাওলানা মোঃ গোলাম মাওলা, ৩৭ নং কালামৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পরিমল দত্ত, ২২ নং ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বকর সিদ্দীক এবং ৫৮ নং তুজারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাহিদা আক্তার। এ সময় সম্মাননা প্রাপ্ত গুণী শিক্ষকদের উত্তরীয়, ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে “শিক্ষকের মর্যাদা “কবিতাটি আবৃত্তি করেন আব্দুলাবাদ হাই স্কুলের শিক্ষক নুরুল ইসলাম নুরু।অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের দায়িত্বের সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান। এ সময় শিক্ষকদের বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয়গুলি সমাধানের জন্য শিক্ষা উপদেষ্টার নিকট জোর দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ