রানা ইসলাম, বদরগঞ্জ রংপুর প্রতিনিধি : রংপুরে বদরগঞ্জে শান্তি সম্প্রীতি সমাবেশ আজ শনিবার ৭ই সেপ্টেম্বর পৌরশহরে বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট আহবায়ক বাবু উত্তম কুমার সাহা।শান্তি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছেন। কিন্তুু তার শিকড়রা দেশে এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।তাদের ষড়যন্ত্র আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি আরো বলেন বৈশম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন কারনে আমরা বাংলাদেশকে নতুন রুপে পেয়েছি।আমাদের ভুলের কারনে যেন বিজয় ফসকে না যায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেকা বিএনপি সদস্য সচিব আনিছুর রহমান লাকু। বদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার।পৌর বিএনপির আহবায়ক বদরগঞ্জ মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যাপক আজিজুল হক।পৌরবিএনপির সহসভাপতি গোলাম রসুল বকুল। সাবেক ভাইস চেয়ারম্যান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply