আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার বিচারের দাবিতে মধ্যনগর বিএনপির বিক্ষোভ মিছিল

ধর্মপাশা -মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিরিধি : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবীতে সুনামগঞ্জের মধ্যনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠন।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রতিক্ষণ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আনিসুল হক।

বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আনিসুল হক। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.আব্দুল হামিদ তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, বিএনপি নেতা মো.মোশাহিদ তালুকদার, বিএনপির দপ্তর সম্পাদক মো.আশিক মিয়া, বিএনপি নেতা মো.মমিনুল হক বেনু, জেলা বিএনপির সদস্য মো.কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সইফুল, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.শেখ ফরিদ, মো.বাপ্পী হাসান, শহিদুর রহমান শিপলু, ছাত্রদল নেতা মো.আরিফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রুকন উদ্দিন, সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডে শেখ হাসিনার বিচারের দাবী জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ