মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিকের বরাদ্দের সড়ক নির্মাণের দুইটি প্রকল্পের ৪ লাখ টাকা আত্মসাত করেছেন সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বর্তমান ইউপি নারী সদস্য শাহিনুর বেগম।
জানা যায়, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিকের কাছ থেকে মঙ্গলকাটা বাজারের পাকা সড়ক থেকে কবরস্থান পর্যন্ত মাটি ভরাটের কাজের জন্য ২ লাখ টাকা এবং মোরগ বাজার এলাকায় লুবিনাস একাডেমির পাশে দিয়ে এই ইউপি সদস্যর বাড়ি পর্যন্ত আরেকটি মাটি ভরাট সড়ক নির্মাণের জন্য আরও ২ লাখ টাকা বরাদ্দ আনেন। কিন্তু সড়কে মাটি না ফেলে সম্পূর্ণ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ইউপি নারী সদস্য শাহিনুর বেগম সরকারী বরাদ্দের টাকা, নলকূপ, টিন, ভিজিডি,ভিজিএফ,টিসিবি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদান এনে নিজের কাজে ব্যবহার করেছেন।
তারা জানান, এসব বিষয়ে ইউপি সদস্য শাহীনুর বেগমকে কেউ জিজ্ঞেস করলে আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতাদের নাম ভাঙিয়ে হুমকি ধমকি দেন। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন। এই কারণে কেউ তাকে জিজ্ঞেস না করায় নির্বিঘ্নে সরকারী টাকা আত্মসাত করে দাপটের সাথে চলাফেরা করছেন তিনি।
অভিযুক্ত ব্যক্তি শাহীনুর বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি দুই সড়কের কিছু অংশে কিছু কিছু মাটি ফেলেছি। আপনারা দেখে আসেন। সরেজমিনে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার স্বামী আনোয়ার হোসেনকে পাওয়া যায়। কোন অংশে মাটি ফেলেছেন জিজ্ঞেস করলে তিনি দেখাতে পারেননি।
সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিকের বরাদ্দের ৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় স্থানীয় বাসিন্দা একাধিক ব্যক্তি সুষ্টু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় একাধিক মহিলা বলেন, আমাদের গ্রামের চলাচলের রাস্তা দেখিয়ে সরকারি বরাদ্দ এনে বিন্দু মাত্র কাজ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক জাহাঙ্গীরনগর ইউপি সদস্য বলেন, আমি বার বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। কারো কাছে বরাদ্দের জন্য যাইনি। কিন্তু শাহিনা এই প্রথম বার নির্বাচিত হয়ে এমপি ও উপজেলা পরিষদের বিভিন্ন বরাদ্দ এনে কাজ না করিয়ে বরাদ্দ আত্মসাত করেছেন
জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ভাই ওর কথা আর বইলেন না। বরাদ্দ এনে ঠিকমত কাজ করে না।
Leave a Reply