আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Oplus_0

❤️ শহীদ জিয়া 💚

সৈয়দ ইসমাইল হোসেন জনি

 

দেশ দরদী নেতা ছিলেন

জিয়াউর রহমান,

গণতন্ত্রের মানসপুত্র

গাই তার গুণগান।

বহুদলীয় গণতন্ত্রের

জনক হলেন তিনি,

তার মহান নীতির কাছে

সকল বাঙালি ঋণী।

স্বাধীনতার ঘোষণা দিয়ে

মুক্তিযুদ্ধ করেছেন,

সীমাহীন পরিশ্রম করে

এই দেশ গড়েছেন।

বীর উত্তম শহীদ জিয়া

নিজে খাল কেটেছেন,

দেশের উন্নয়নের জন্য

আজীবন খেটেছেন।

শহীদ জিয়ার অবদান

কখনো হবেনা ম্লান,

বিপথগামী কিছু সৈনিক

কেড়ে নিছে তার প্রাণ।

তার মতো আদর্শ নেতার

জগতে তুলনা নাই,

বাংলার জনগণ তাকে

হৃদয়ে দিছেন ঠাই।

গড়েছিলেন নতুন দল

তার নাম বি.এন.পি,

তার সেই আদর্শ দলকে

দেশবাসী ভোলেন নি।

ধানের শীর্ষ প্রতীক নিয়ে

স্ব-গৌরবে আছে টিকে,

আবালবৃদ্ধবনিতা মিলে

মনে রাখছে স্মৃতিকে।

তাকে যদি কেউ ভালোবাসো

দাও তার প্রতিদান ,

খালেদাজিয়ার পাশে আসো

ভুলে সব অভিমান ।

স্বাধীনতার ঘোষক জিয়া

নাই যে তার তুলনা,

সবুজ দেশ গড়তে হলে

তার আদর্শ ভুলনা।

এস.আই জনি প্রতিক্ষণে

বেঁচে আছে স্বপ্ন নিয়া ,

প্রতিটি জনগণের মনে

জাগ্রত শহীদ জিয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ