কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার হানিফ মিয়া, যিনি পেশায় চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, স্থানীয়রা জানান, হানিফ মেম্বার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে সাধারণ মানুষ থেকে শুরু করে তার আপন ভাইও নিরাপদ নয়।
হানিফ মিয়ার পিতা মরহুম সিদ্দিকুর রহমান ছিলেন একজন স্কুল শিক্ষক এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। কিন্তু হানিফ মিয়া কম বয়সেই অপরাধ জগতে পা রাখেন এবং স্থানীয় কিশোরদের নিয়ে গড়ে তোলেন একাধিক কিশোর গ্যাং। মাদক ব্যবসার মাধ্যমে তিনি কুমিল্লা শহরের হাই প্রোফাইল নেতাদের সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং ধীরে ধীরে তার নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে ঢাকা, ফেনি, চাঁদপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায়।
স্থানীয়রা জানান, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের আশীর্বাদে হানিফ মিয়া মেম্বার নির্বাচিত হন এবং এরপর থেকেই তার অবৈধ ব্যবসা আরও বেপরোয়া হয়ে ওঠে। মাদক ব্যবসার পাশাপাশি তিনি ডাকাতিয়া নদীর মাটি কেটে বিক্রি করেন, যার ফলে বহু কৃষকের ফসলি জমি নষ্ট হয়ে যায় এবং বন্যার সময় বাঁধ ভেঙে শত শত বাড়ি ঘর ও ফসলি জমি তলিয়ে যায়।
২০২২ সালে হানিফ মিয়া নারচর গ্রামে অন্যের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ভুক্তভোগী এক নারী ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি কাটা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়া এএসআই শাহজাদাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পুলিশের উর্ধতন কর্মকর্তার নির্দেশে হানিফ মিয়াকে গ্রেফতার করা হলেও জামিনে এসে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে হানিফ মেম্বার নিরস্ত্র ছাত্রদের উপর নির্বিচারে হামলা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক দেশ প্রধান শেখ হাসিনা সহ বহু এমপি-মন্ত্রী পালিয়ে গেলেও হানিফ মেম্বার প্রকাশ্যেই সকল অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকউজ জামান বলেন, “হানিফ মেম্বারের বিরুদ্ধে পুলিশকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার হওয়ার কথা শুনেছি। তবে সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।”
বিশেষজ্ঞ মহল মনে করছেন, হানিফ মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে হত্যা সহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। স্থানীয়রা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এবিষয়ে অভিযুক্ত হানিফ মেম্বারের সাখে০১৯৩৪৭৩২৫৯৩,০১৯৫৯০৪৯৬৪২ নাম্বারে যোগাযোগ করলে,তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
Leave a Reply