শিরোনাম :
বুড়িচংয়ে গোমতী নদীর চর থেকে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার; গ্রেফতার ১ এমইউজে রাশিদুল সভাপতি-রানা সম্পাদক ও মতি কোষাধ্যক্ষ নির্বাচিত মেলান্দহে ধানের শীষের পক্ষে শ্রমিকদলের মিছিল বোদায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি ও সম্পাদক আমিরুল  মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে সর্বোচ্চ ভূমিকা রাখবে : মির্জা ফখরুল আদারভিটা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ “সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” : নজরুল ইসলাম  তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা : মনিরুল হক চৌধুরী
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিএনপি’র মিছিলে আ.লীগ কর্মী বাঁধা,আহত যুবদল নেতা

Reporter Name / ১৪৭ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

আমতলী ( বরগুনা) সংবাদদাতা : আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন থেকে বিএনপির মিছিলে আসা আওয়ামিলীগ নেতা কর্মী দেখতে পেয়ে বাঁধা দেয় যুবদল নেতা। এ সময় বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হন যুবদল নেতা।

আজ সোমবার সকাল সারে ১০টার দিকে মিছিলটি গুলিশাখালী বাজারে এবং পরে খেকুয়ানি বাজারে আসার সময় এঘটনা ঘটে।

বিএনপির দলীয় সূএে জানা যায়,গত ৭ই নভেম্বর আমতলী উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসে তৃনমুল বিএনপির নেতাকর্মীর সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ১৫ হাজারের অধিক জনসমাবেশে একটি ঐতিহাসিক সভা জনসমুদ্রে পরিনত হয়। তাই দেখে বিএনপির একটি ঈর্ষানিত মহল আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিভিন্ন দল থেকে আসা বিএনপির হাইব্রিড নেতা আজ আলাদা কর্মসূচি পালন করে।

 

গুলিশাখালী বাজার হতে আমতলী আসার সময় মিছিলে আওয়ামিলীগ নেতা কর্মী দেখতে পেয়ে গুলিশাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিক বিশ্বাস বাধা দেয়।

এ সময় ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেন বলে অভিযোগ করা হয়। এতে হামলায় দলটির যুবদল নেতা আহত হয়েছেন।

আহত যুবদল নেতা হলেন উপজেলার গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মনির ঘরামী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ তানভীর শাহরিয়ার বলেন,আহতের কপালে, গালে, কাঁধের ডানপাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছেএবং হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।

যুবদল নেতা মোঃ মনির ঘরামী বলেন, গুলিশাখালী বাজারে দুটি অটোতে কতিপয় আওয়ামিলীগের চিহ্নিত কর্মী বিএনপির মিছিলে যাওয়ার জন্য রওনা হলে আমি বাঁধা দেই। খবর পেয়ে কবির পঞ্চায়েত, শাহাবুব, আমিনুল, জুয়েলসহ দের থেকে দুইশত লোক আমার ওপর হামলা করে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমি এদের বিচার চাই।

এ বিষয়ে আমতলী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার পতনের পর তার দোষররা এখনও বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনির ঘরামীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন বলেন, সত্যি এটা দুঃখজনক। যুবনেতা মনির ঘরামী যুবদলের একজন সক্রিয় নেতা। তার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানায় কেউ করেনি।’ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক