চৌদ্দগ্রাম প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১১ আসনে ধানের শীষের জয়ের জন্য লড়বেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা। কুমিল্লা জেলার এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির পক্ষ থেকে কামরুল হুদা কে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার ঘোষণায় উপজেলা জুড়ে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণার পরপরই চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
আজ রাত ৮টায় চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর নেতৃত্বে এক আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক তথা ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে জিএম তাহের পলাশী এই মনোনয়নকে ‘চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষের জন্য খুশির সংবাদ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ খবর পাওয়ার পরপরই দেশ বিদেশের সকল নেতাকর্মীকে একে অপরকে ফোন করে চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি চৌদ্দগ্রামবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।
জি এম তাহের পলাশী আরও বলেন, ‘আগামী নির্বাচনে সারা চৌদ্দগ্রামের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে জননেতা কামরুল হুদা কে চৌদ্দগ্রামবাসী নির্বাচিত করবে।
আমরা আশা করছি, কুমিল্লা ১১ আসন থেকে নির্বাচিত হয়ে কামরুল হুদা বাংলাদেশের সংসদে এমপি হিসেবে আসন গ্রহণ করবেন।