মো : মফিদুল ইসলাম সরকার (রংপুর) প্রতিনিধি : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের দোসররা এখনো আছে। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার একজন প্রধান আমলা প্রচুর টাকা পাচার করেছেন। পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে তাঁর সেই অর্থ পাচারের ফাইল ছিল । তিনি এ সময় সচিবালয়ে আগুনের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ বলেছেন।
আজ শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামানের বাড়িতে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এসে তিনি এ কথা বলেন।
এ সময় রিজভী বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থ পাচারের শুধু একটা ঘটনা সেখানে উঠে এসেছে। আরও কত ঘটনা আছে। এসব ঘটনা ধামাচাপা দিতেই সচিবালয়ের নয়তলায় আগুন দেওয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র ছিল।’
তিনি বলেন, যাঁরা আগুন নেভানোর জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের মধ্যে একজন সোহানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছেন।
এ সময় রিজভি বলেন, বিশেষ করে আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের তোষামদি করছে।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় মারা যান ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান। তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতেশনিবার সকাল ১০টার দিকে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সোহানুর জামানের বাড়িতে যান রুহুল কবির রিজভী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, সদস্যসচিব মোকছেদুল মোমিন,
Leave a Reply