৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩৩| বর্ষাকাল|
শিরোনাম:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন 

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 78 বার এই সংবাদটি পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের (জিওপি)”র কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের উপর তার নির্বাচনী এলাকা পটুয়াখালীর গলাচিপায় বিএনপির নেতা কর্তৃক হামলা ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিএনপি থেকে বহিস্কারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা গণঅধিকার (জিওপি) ও সহযোগি সংগঠনের আয়োজনে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিণারের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদ (জিওপি)”র সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আজগরের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোজাহিদ আলীর সঞ্চালনায় এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এনামূল হক, সাংগঠনিক সম্পাদক তিমন চৌধুরী, সহ সভাপতি রুমন খাঁন, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোসাহিদ মিলটন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাফিজ দিলোয়ার হোসেন,জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক নাজির খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আহমেদ, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি রুবেল আহমদ, ছাতক উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক ডক্টর আজহার, সিরাজুল ইসলাম, হোসাইন আহমেদ, আইনুল হক প্রমুখ।

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আজগর বলেন, গত ১২ই জুন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর আর নির্বাচনী এলাকা পটুয়াখালীর গলাচিপায় গণ-সংযোগ করতে গেলে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হাসান আল মামুন কর্তৃক তার সন্ত্রাসী বাহিনী নুরুল হক নুরকে অবরুদ্ধ করে তার উপর হামলার নিন্দা জানানো হয়। অবিলম্বে এই সমস্ত হামলাকারেিক আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান এবং এই সমস্ত সন্ত্রাসীদের দল থেকে বহিস্কারের ও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ