মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ওসি আব্দুল আহাদের সাথে সদর উপজেলা জমিয়ত নেতাদের সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ মাওলানা আব্দুল ওয়াহহাব, সহ সভাপতি ও কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, সহ সভাপতি মাওলানা হাফিজ নুর হুসাইন, সেক্রেটারি মাওলানা রমজান হুসাইন, যুগ্ম সম্পাদক মাওলানা মুবাশ্বির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আরশদ নোমান, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা মনজুর আহমদ, মাওলানা হাফিজুর রহমান আবু হানিফা প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি আব্দুল আহাদ বলেন, জমিয়ত বিশেষত আলেম উলামাগণের দেশের তরে উন্নয়ন ও শৃঙ্খলামুলক কাজের ভুয়সী প্রশংসা এবং সদর মডেল থানার কার্যক্রম পরিপূর্ণ সচল করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা জমিয়ত সভাপতি শায়েখ মাওলানা আব্দুল ওয়াহহাব বলেন, সুনামগঞ্জের আবহমান কালের ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
Leave a Reply