আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামিন হয়নি সাবেক মন্ত্রী মান্নানের

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় জামিন পাননি সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নান।

সোমবার সকালে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে মান্নানের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত এই আদেশ দেন।

মান্নানের জামিন শুনানি নিয়ে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা।

বেলা সাড়ে দশটার দিকে আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু পক্ষের আইনজীবীদের মধ্যে। প্রায় আধা ঘন্টা শুনানিতে দু পক্ষের আইনজীবীদের কথা শুনেন আদালত। পরে জামিন না মঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র ।

শুনানি শেষে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান বাদী পক্ষের আইনজীবীরা।

পুলিশের উপর অভিযোগ করে আইনজীবী আব্দুল হক বলেন, এখন পর্যন্ত পুলিশ কেন রিমান্ড চাইলো না। রিমান্ড ছাড়া এই মামলার সব তথ্য কিভাবে বেরিয়ে আসবে। সুনামগঞ্জের প্রধান ব্যক্তি উনি (এম এ মান্নান)। উনার নির্দেশেই সকল ঘটনা ঘটেছে। অনতিবিলম্বে রিমান্ডে এনে সকল তথ্য উদঘাটন করা হউক।

আসামীর জামিন শুনানিতে মুল আইনজীবী ছিলেন, এডভোকেট সফিকুল ইসলাম। পরে আওয়ামী আইনজীবী পরিষদের সিনিয়র আইনজীবীগণ মামলার শুনানিতে উপস্থিত ছিলেন, এডভোকেট আপ্তাব উদ্দিন, আব্দুল হামিদ, নজরুল ইসলাম শেফু, শাহানা রব্বানী, রইছ উদ্দিন, আবুল কালাম আজাদ, নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সাদী, আজাদুর রহমান রতন, মিজানুর রহমান হিমেল, উৎপল, নুর আলম, আব্দুল কাদির জিলানী, বশির উদ্দিন,শামীম আহমদ, আফিন্দি, রওনক, মিজান, বোরহান উদ্দিন,আব্দুল ওদুদ,জমির হোসেন,শফি উল্ল্যাহ, আনোয়ার হোসেন, আজিজুর রউফ, তনয় চক্রবর্তী,নয়ন, ফরহাদ, এমরান, আব্দুল কদ্দুস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ