২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি| রাত ৪:২৬| বর্ষাকাল|
শিরোনাম:
মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ অর্জন টাঙ্গাইলের ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেলেন জিপিএ ৫ ছাতকে এসএসসিতে পাশের হার ৬৭.৮০ শতাংশ,জিপিএ-৫ এর শীর্ষে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় দিরাইয়ে পুকুরে ভাসতে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার রেজাউল ও রুবেল গং মিলে জোরপূর্বক দীর্ঘদিন ধরে আমার ভিটা দখলের পায়তারা করছে : শিক্ষক কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০, কমেছে পাশের হার ও জিপিএ ৫ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত দখলদারদের উচ্ছেদের নোটিশ দেয়ায় ভূমি কর্মকর্তাসহ তিনজনের উপর হামলা ত্রিপুরায় ভারী বর্ষণে গোমতী নদীর পানি বাড়ছে, তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক

সুনামগঞ্জে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪,
  • 158 বার এই সংবাদটি পড়া হয়েছে

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগানকে সামনে রেখে ২৮-২৯ সেপ্টেম্বর ২০২৪ জেলা প্রশাসন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, তথ্যের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সম্ভাব্য সকল প্রতিবন্ধকতা দূর করতে সক্রিয় ভূমিকা পালন করবে জেলা প্রশাসন।

তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তথ্য অধিকার জনগনের আইনগত অধিকার। দেশের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে হলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।

ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, তথ্য অধিকার আইনের প্রয়োগের ক্ষেত্রে জনগনের মধ্যে বিদ্যমান অসচেতনতা দূর করতে আজকের এ মেলা।

তিনি আরো বলেন, সমাজের অনগ্রসর থেকে শুরু করে সকল স্তরের জনগণের জন্য জেলা প্রশাসনের দরজা উন্মুক্ত। যে কোন নাগরিক যে কোন সময় আইন অনুসারে তথ্য চেয়ে আবেদন করলে চাহিত তথ্য দিতে জেলা প্রশাসন ইতিবাচক সহযোগিতা করবে। তথ্য মেলা’র উদ্বোধন ঘোষণার মাধ্যমে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ায় অংশ নিতে সরকারি বেসরকারি দপ্তরসমূহকে মেলার মাঠে চাহিত তথ্য মাঠ থেকেই প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ রেজাউল করিম বলেন, সংবিধান অনুসারে দেশের ক্ষমতার মালিক জনগন। রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় আইন মেনে সরকারি সেবা প্রদানে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। তথ্য অধিকার আইন অনুসারে প্রদান যোগ্য সকল তথ্য দিতে যে কেউ আবেদন করতে পারে। সরকারি অফিসে গোপনীয়তার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জনস্বাস্থ্য সেবা প্রদানের দায়িত্বে থাকা জেলা সদর হাসপাতালকে আরোও বেশি জনবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা পেতে কোন প্রকার হয়রানি কিংবা স্বাস্থ্যখাতের কোন সেবা পেতে কারো কোন প্রকার ভোগান্তির অভিযোগ পেলে তা সরাসরি হাসপাতাল প্রশাসনকে জানালে দ্রুততর সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল প্রশাসন স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ সরকারি কলেজ’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ইভা রায়।
সনাক সভাপতি যোগেম্বর দাশ’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সনাক সদস্য অধ্যাপক পরিমল কান্তি দে ও প্রতিষ্ঠাকালীন সভাপতি নুরুর রব চৌধুরী, টিআইবির সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস।

মেলায় সনাক সহ মোট ১৮টি সরকারি অফিস অংশগ্রহণের মাধ্যমে তাদের সেবা সম্পর্কিত তথ্য জনগণের মাঝে উন্মুক্ত করার পাশাপাশি স্টলগুলিতে সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ফেস্টুন, লিফলেট, পোস্টার, মাল্টিমিডিয়ার মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরছে। মেলায় সনাকের ইয়েস সদস্যরা দর্শনার্থীদেরকে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ শেখানোর উদ্যোগ নিয়েছে এবং দর্শনার্থীদেরকে তথ্য জানার জন্য বিভিন্ন দপ্তরে দরখাস্তের মাধ্যমে কাঙ্খিত তথ্য সেবা পাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে।

তথ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়; ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা অফিস, সদর উপজেলা; সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস, পাসপোর্ট অফিস: বিআরটিএ; মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: জেলা তথ্য অফিস, সুনামগঞ্জ পৌরসভা; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড; সমাজসেবা: জেলা প্রাথমিক শিক্ষা অফিস; ফায়ার সার্ভিস; যুব উন্নয়ন; খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়দ এবং সনাক।

আলোচনা সভা শেষে মেলা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, টিআইবি’র থিম সং, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মীবৃন্দ, উন্নয়নকর্মী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ সুনামগঞ্জ’র নানা শ্রেনী পেশার মানুষ এবং সনাক সুনামগঞ্জের সদস্য, ইয়েস সদস্য, এসিজি সদস্য এবং টিআইবি’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ