মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক বিদ্যালয়ে হঠাৎ প্রবেশ করে জোরপূর্বক অফিস থেকে বের করে দেয়ার ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলার অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শাহিদ সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দাখিল করেছেন। মঙ্গলবার সকালে এই অভিযোগ দাখিল করেন তিনি।
প্রধান শিক্ষক মো. আব্দুস শাহিদ অভিযোগে উল্লেখ করেন, তিনি গত ১৫/০৯/২০২৪ইং তারিখ যথারীতি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণি কার্যক্রম সহ দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ বেলা অনুমান ১১টায়
জাহির উদ্দিন, মো: আব্দুল অদুদ, শাহ আলম দেলোয়ার সহ আরও কয়েকজনের একটি দল বিদ্যালয়ে প্রবেশ করে তার পদত্যাগ দাবি করে এবং বিদ্যালয় থেকে বের হয়ে যেতে হুমকি ধমকি দেয়।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বিগত ২০১৮ সালের নভেম্বর মাসের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার একটি মিমাংসিত বিষয় ও গত ম্যানেজিং কমিটি গঠনের নির্বাচনে সভাপতি পদে পরাজিত হয়ে জাহির উদ্দিন ষড়যন্ত্রমূলকভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। বিদ্যালয়ে তার অফিস কক্ষে প্রবেশ করে বিভিন্ন মালামাল ও বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করে ফেলে এবং তাকে তারা জোরপূর্বক পদত্যাগসহ বেআইনী ভাবে বিদ্যালয় থেকে বের করে দেয়।
তিনি আরও উল্লেখ করেন, বিগত ১২/০৯/২০২৪ইং তারিখে বিকাল বেলা বিদ্যালয় থেকে ফেরার পথে বিদ্যালয়ের সামনে সরকারি রাস্তায় বর্ণিত ব্যক্তিগণ তার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি তাদের কথায় রাজি না হওয়ায় তারা পূর্ব ঘটনার জের ধরে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় তিনি সরজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
অভিযুক্ত ব্যক্তি জাহির উদ্দিন বলেন, জেলা প্রশাসকের কাছে দায়ের করা অভিযোগ মিথ্যা। বরং প্রধান শিক্ষক মো. আব্দুস শাহিদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
Leave a Reply