মোঃ কামাল হোসেন : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় অর্ন্তবর্তিকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন এর সভাপতিত্বে কাকরাইলস্থ আইডিইবি ভবনে রক্তদান কর্মসূচি পালন করে ।
অর্ন্তবর্তিকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব মির্জা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ রফিকুল ইসলাম যুগ্ম মহা সচিব, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ মহাসচিব এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব), ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন, সদস্য সচিব, অর্ন্তবর্তিকালীন কেন্দ্রীয় আহবায়ক কমিটি, আইডিইবি।
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি’র অর্ন্তবর্তিকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন,সদস্য (অর্থ) ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, সদস্য (ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক) ইঞ্জিনিয়ার এসকে মাহমুদ। সদস্য ( সহ প্রচার) ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সদস্য, ইঞ্জিনিয়ার সৈয়দ রাশেদুল হাসান রেজা প্রমুখ। স্বেচ্ছায় রক্তদান করেছে
ইঞ্জিনিয়ার সাহিন উদ্দিন সাধারণ সম্পাদক ডিইএব খুলনা জেলা। ইঞ্জিনিয়ার মশিউর রহমান সৈকত, সহ সভাপতি ডিইএব পটুয়াখালী জেলা। ইঞ্জিনিয়ার মাহবুব মুন্সীসহ সভাপতি ডিইএব বরিশাল জেলা সহ প্রায় অর্ধশত সদস্য।
Leave a Reply