মোহাম্মদ শাহ্দাত আলম অন্তর : কুমিল্লায় প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এ সব প্রহরী শীতার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন কুমিল্লা কান্দির পাড় ব্যবসায়িক কল্যান সমিতি।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে কুমিল্লা নিউ মার্কেট এর সামনে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এই সময় কুমিল্লা কান্দিরপাড়স্থ সকল মার্কেটের ৭০ জন প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবদুর রহমান এর সভাপতিত্বে কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ, সহ- সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ মজুমদার সাগর, দপ্তর সম্পাদক শাহাদাত খাঁন সুমন, আমোদ প্রমোদ সহ সম্পাদক মোঃ হানিফ মিয়া,ও নির্বাহী সদস্যদের মধ্যে আবুল কালাম আজাদ লিটন, সমীর চন্দ্র ঘোষ, এনামুল হক, মোঃ বাবুল মিয়া, সহ দপ্তর সম্পাদক, এনায়েত উল্লাহ, নির্বাহী সদস্য আবুল বাসারসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরন শেষ কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান বলেন কুমিল্লার বিভিন্ন মার্কেটের প্রহরীরা এই শীতে মধ্যে দিনে রাতে ডিউটি করে। সেক্ষেত্রে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার লক্ষে তাদের এ আয়োজন। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।